Site icon Jamuna Television

আজিজ মোহাম্মদ ভাই’র বাসায় অভিযান

রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাই’র বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকেল সাড়ে চারটায় এই অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও।

সম্প্রতি, অবৈধ ক্যাসিনো, ক্ষমতার অপব্যবহার ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অবস্থান ব্যক্ত করার পর থেকে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। অবৈধ ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যুবলীগের শীর্ষ কয়েকজন নেতাসহ বেশ কয়েকজনকে আটক করেছে

দেশের দুর্নীতি নির্মূল করার ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।

Exit mobile version