Site icon Jamuna Television

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে তহুরা-মার্জিয়ারা।

ম্যাচের শুরু থেকেই ভুটানের উপর আধিপত্য ছিলো আগের ম্যাচেই নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া বাংলাদেশের। ১৩ মিনিটে প্রথম লিড নেয় স্বাগতিকরা। মার্জিয়ার কর্নার থেকে গোল করেন আখি খাতুন। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় দু’দল।

বিরতি শেষে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন আখি খাতুন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভুটান। ৮০ মিনিটে বদলি হিসেবে নামা সাজেদা খাতুনের গোলে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

যমুনা অনলাইন/এইচএফকে

Exit mobile version