Site icon Jamuna Television

নুসরাত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কনডেম সেলে পাঠাতে আবেদন

নুসরাত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কনডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে আবেদন করা হয়েছে।

ফেনী জেলা কারাগারে আলাদা কোনো কনডেম সেল না থাকায় এ আবেদন করেছে কারা কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ জেল সুপার জানান, আবেদন অনুমোদন সাপেক্ষে কাশিমপুরসহ যেসব কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল ফাঁকা রয়েছে, সেসবের একটিতে পাঠানো হবে দণ্ডপ্রাপ্তদের।

বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, আসামিদের ডেথ রেফারেন্স লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আসামিপক্ষের আইনজীবীরা।

Exit mobile version