Site icon Jamuna Television

সন্তানের সামনে বাবার ওপর বর্বরতা, ভিডিও ভাইরাল

ভোলার লালমোহন উপজেলায় দুই সন্তানের সামনে হাত-পা বেঁধে বাবাকে নির্যাতন করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতিত বাবার নাম জসিম।

পুলিশ জানিয়েছে ভিডিওটি ২০১৮ সালের। তবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হাসানকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ। হাসান চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি বলে জানায় পুলিশ।

জাগা গেছে, মোটরসাইকেলচালক জসিম ইয়াবা বিক্রি করতে অস্বীকার করায় তাকে নির্যাতন করেন উপজেলার কালমা ইউনিয়নের হাসান। এরপরই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় ফেসবুকে।

নির্যাতিত জসিম উপজেলার ডাওরি বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুল মুন্নাফের ছেলে।

ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলচালক জসিমকে বহু মানুষ ও তার দুই শিশুসন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রোববার ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version