Site icon Jamuna Television

আত্মসমর্পণের আগে ড. ইউনুসকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ

ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কর্মচারীদের চাকরীচ্যুত করার তিন মামলায় আত্নসমর্পনের আগে কোন প্রকার গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের জন্য ড. ইউনুসকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে গত ৯ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরীচ্যুত কর্মীদের মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন শ্রম আদালত।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Exit mobile version