Site icon Jamuna Television

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে ওজিলের টুইট

ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহালি থেকে অনুষ্কা শর্মা। বীরেন্দ্র সহবাগ থেকে কপিল দেব। শুধু এখানেই শেষ নয়। শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে বিদেশ থেকেও। ভারতবাসীকে ‘শুভ দীপাবলি’র বার্তা পাঠিয়েছেন ব্রায়ান লারা থেকে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথও।

তবে টুইটের মাধ্যমে অভিনব বার্তা এসেছে জার্মানির ফুটবলার মেসুত ওজ়িলের কাছ থেকে। তিনি লিখেছেন, ‘‘মেরি তরফ সে দিওয়ালি কি হার্দিক শুভ কামনায়ে। আমার তরফ থেকে দিওয়ালির শুভকামনা। ভারতে আমার ভক্তদের জানাই দিওয়ালির শুভেচ্ছা।’’ ওজ়িলের করা সেই টুইটে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়!

গত রাতে বিরাটের সঙ্গে ছবি টুইট করে অনুষ্কা লেখেন, ‘‘আমাদের পরিবারের তরফ থেকে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জানাই শুভ দীপাবলি। আমাদের সবার জীবন আলোকিত হয়ে উঠুক। সত্যের জয় হোক।’’

দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটা বার্তাও দিয়েছেন কেউ, কেউ। রোহিত শর্মা যেমন লিখেছেন, ‘‘এই উৎসবের দিনে আমরা যেন সে সব নিরীহ পশুদের কথাও না ভুলি, যারা শব্দের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে।’’

কপিল দেব টুইট করেছেন, ‘‘দিওয়ালি মানে হল খুশির উৎসব, হাসির উৎসব।’’ সহবাগ লিখেছেন, ‘‘আপনাদের জীবন যেন খুশি, ভালবাসা আর আলোয় ভরে ওঠে। ধুমধাম করে উৎসব করো। শুভ দীপাবলি।’’ বিরাট কোহালিদের প্রাক্তন কোচ তাঁর টুইটে লিখেছেন, ‘‘আশা করব, এই দীপাবলিতে সবার জীবন ভরে উঠবে আনন্দ, খুশিতে।’’ এ দিন অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলে উঠে ভারতবাসীকে আলোর উৎসবের শুভেচ্ছা পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ওয়ার্নার এবং স্মিথ।

সূত্র: আনন্দবাজার।

Exit mobile version