Site icon Jamuna Television

বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মেনন: নাসিম

মেননের বক্তব্য কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো, গতকাল তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। মেনন তার দুঃখ প্রকাশের মাধ্যমে ভ্রান্তি দূর করেছেন তাতে ১৪ দল সন্তুষ্ট।

আজ সোমবার নিজ বাসায় ১৪ দলের শরিকদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

নাসিম জানান, জাতীয় নির্বাচন ও ১৪ দলের নির্বাচনী বিশ্লেষণে একমত পোষণ করেছেন রাশেদ খান মেনন। এছাড়াও তিনি তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ১৪ দলের ঐক্য অটুট রাখতে চান। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট।

এসময় নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গি দমন করেছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত, বিচার সবক্ষেত্রেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

নাসিম আরও বলেন, ১৪ দল ঐক্যবদ্ধ আছে, থাকবে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর (শনিবার) বরিশালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, আমি সাক্ষী দিয়ে বলছি, “এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি।” মেননের এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে।

Exit mobile version