Site icon Jamuna Television

যশোরে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, আটক ১

বেনাপোল প্রতিনিধি :

আজ সকাল সাড়ে ১১ টার সময় যশোরের শার্শায় ২য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে নয়ন হোসেন নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। সে উপজেলার রাঘবপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আসামীর বাড়ির উঠানে অন্যান্য বাচ্চাদের সহিত এ ছাত্রী খেলা করছিল। এ সময় নয়ন হোসেন ঐ ছাত্রীকে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফিরে আসায় খোঁজাখোজির এক পর্যায়ে আসামীর বাড়িতে গিয়ে ছাত্রীর মা দেখেন আসামীর ঘরের দরজা বন্ধ অবস্থায় উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজছে। ডাকাডাকির এক পর্যায়ে আসামীর ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা ভিতর থেকে বন্ধ দেখে ঘরের জানালা খুলে আসামী নয়ন হোসেন ঐ ছাত্রীর পরিহিত প্যান্ট খুলে তাকে ধর্ষণের চেষ্টা করছে।

এ ঘটনায় নয়ন হোসেন নামে থানায় মামলা করা হয়েছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version