
স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ীর ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি কাভার্ড ভ্যান খাদে পড়ে হেলপার নিহত হয়েছে।
নিহত ওমর আলী খুলনার খানজাহানআলী উপজেলার আঃ হালিম খানের ছেলে।
শিবচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে খাদ থেকে নিহত হেলপার লাশ ও কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে কাঠ বোঝাই একটি কাভার্ড ভ্যানটি সকাল ৭ টার দিক জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ঘাট এলাকার বাংলা বাজার পৌঁছালে একাটি গভীর খাদে পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ওমর আলী(২৮) পানিতে নিখোঁজ হয়ে যায়।
শিবচর থানার ওসি (তদন্ত) আমির হোসেনসহ পুলিশের একটি দল ও শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানি থেকে কাভার্ড ভ্যান ও হেলপার ওমর আলীর লাশ উদ্ধার করে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply