Site icon Jamuna Television

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে বিপুল মদ: ভাতিজাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ি থেকে ৩৯০ বোতল মদ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম যমুনা নিউজকে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় গুলশান থানায় দায়ের করা দুই মামলায় আসামি করা হয়েছে মোট তিনজনকে।

তবে কোনো মামলাতেই আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম নেই। একটি মামলায় তার ভাতিজা ওমর মোহাম্মদ ভাইকে আসামি করা হয়েছে। অন্য মামলার আসামি ওই বাড়ির দুই তত্ত্বাবধায়ক নবীন মণ্ডল ও মো. পারভেজ।

গতকাল রোববার বিকালে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের দুটি ছয়তলা বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুই বাড়ি থেকে মোট ৩৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।

এছাড়াও অভিযানে সিসা সেবনের সরঞ্জাম ও ক্যাসিনোতে জুয়া খেলার রুলেট হুইল এবং ১৬০০ চিপস উদ্ধার করা হয়।

শেয়ারবাজার কেলেঙ্কারির এক মামলায় গত বছর আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগ থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন।

Exit mobile version