Site icon Jamuna Television

ফের ভাইরাল রানুর নতুন গানের ভিডিও!

এবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে রানু মণ্ডলের কণ্ঠে গাওয়া শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

দীপাবলিতে একটি বাংলা রিয়েলিটি শোয়ে ছবির বিখ্যাত সেই গানটি শোনা গেল রানু মণ্ডলের কণ্ঠে।

এর আগে গায়ক, সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ বেশ জনপ্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে গানের ভিডিও বেশ ভাইরালও হয়েছিল।

রানুর কণ্ঠে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গান আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

একসময় রানাঘাট স্টেশনে গান গেয়ে অন্ন সংস্থানের ব্যবস্থা করতে হতো রানুর। এখন সেই রানু মণ্ডল সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেশের বিনোদন জগতের বেশ পরিচিত নাম।

Exit mobile version