Site icon Jamuna Television

বিদ্যুৎস্পৃষ্টে নানী-নাতিসহ ৩ জন নিহত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে নানী-নাতিসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো নানী জাহানারা বেগম (৪৫), নাতি মিথিলা (৯) ও প্রতিবেশী শিউলী।

জানা যায়, আজ বিকাল সাড়ে ৩ টার দিকে নিহত তিনজন পুকুরে গোসল করছিল। এসময় পুকুর পাড়ের একটি গাছ কাটা হচ্ছিল। গাছটি আচমকা বিদ্যুতের তারের উপর আছড়ে পড়লে তার ছিড়ে পুকুরের পানিতে পড়ে। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়। এ ঘটনায় পুকুরে গোসল করতে থাকা ২ শিশুসহ ৩ জন মারা যায়।

Exit mobile version