Site icon Jamuna Television

ডিম খেতে দিত না স্বামী, প্রেমিকের সঙ্গে পালাল গৃহবধূ

পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সংসার ভেঙেছে অনেক উদাহরণ আছে কিন্তু স্বামী ডিম খেতে দেয় না তাই প্রেমিকের সাথে পালিয়ে গেলো গৃহবৃধূ এ ঘটনা হয়তো প্রথমই ঘটলো। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

জানা গেছে, কয়েক বছর আগে গোরক্ষপুরের বাসিন্দা পেশায় দিনমজুর এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ওই যুবতীর। বিয়ের পর প্রথমে সবকিছু ঠিক থাকলেও কিছুদিন বাদে ডিম খাওয়া নিয়ে গন্ডগোল শুরু হয় দু’জনের। ডিম খেতে খুব ভালবাসত যুবতীটি। কিন্তু, স্বামী কিছুতেই রোজ ডিম খেতে দিত না তাঁকে। ডিম খাওয়া নিয়ে প্রতিদিন কথা কাটাকাটি হত। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক যুবক ওই গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। প্রতিদিনই তাকে ডিম খাওয়াতে শুরু করে। এর জেরে ওই যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে তার।

একদিন পালিয়ে যায় এই যুবক-যুবতী। পরে পুলিশ তাদের খুঁজে বের করলে পরিবারের সদস্যরা বুঝিয়ে আবার পাঠায় দিনমজুর যুবকের কাছে। কিন্তু গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই নারীকে। সাথে ওই যুবককেও খুঁজে পাওয়া যাচ্ছে না যার সাথে আগে এক পালিয়ে ছিলো। ধারণা করা হচ্ছে আবার দু’জনে একসঙ্গে পালিয়েছে।

Exit mobile version