Site icon Jamuna Television

ঢাবির একাডেমিক কাউন্সিলের সভায় তুমুল হট্টগোল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক ফোরাম একাডেমিক কাউন্সিলের (এসি) সভায় তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে বৈঠক শুরুর পর বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবিতে নিয়ম বহির্ভূতভাবে ৩৪ জন শিক্ষার্থীকে ভর্তির বিষয় নিয়ে আওয়ামী লীগ সমর্থিত নীল দল এবং বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকদের মাঝে তুমুল বাকবিতণ্ডা হয়। ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে এমফিলে ভর্তির সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা চরমে পৌঁছে। পৌনে দুই ঘণ্টার এই অধিবেশনে ১ ঘণ্টা ধরেই চলে হট্টগোল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভার আয়োজন করা হয়। বিকেল তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত এ সভা চলে।

Exit mobile version