Site icon Jamuna Television

খুঁজে পাওয়া গেছে সেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী মা ও মেয়েকে

গত বৃহস্পতিবার নিজের শিশু মেয়েসহ রাস্তা থেকে হারিয়ে যাওয়া সেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী মাকে খুঁজে পাওয়া গেছে। সোমবার ময়মনসিংহের আউলিয়ানগর স্টেশন থেকে রাত ৮ দিকে স্থানীয়রা উদ্ধার করে তাদের। বর্তমানে স্থানীয় বাদল চেয়ারম্যানের বাড়িতে আছেন মা ও মেয়ে।

এরআগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার তারাব ব্রিজের সামনে থেকে তারা হারিয়ে যান। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

হারিয়ে যাওয়া মাসুমার ছোট ভাই আরমান জানান, তার বোন বধির ও বাক প্রতিবন্ধী। এ বিষয়ে রুপগঞ্জ থানায় জিডি করা হয়েছিলো।

Exit mobile version