Site icon Jamuna Television

নিষেধাজ্ঞার মুখোমুখি সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে। জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে সাকিবকে এমন শাস্তি দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

দুই বছর পুর্বে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি। যা সাথে সাথে প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন সাকিব। জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে বিষয়টি পরে জানতে পারে আইসিসি। বিষয়টি হালকাভাবে নেয়ায় এমন শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।

সাকিবের ব্যাপারে আইসিসি কঠিন কারণ তিনি এ বিষয়ে ২৫টির মতো প্রশিক্ষণ নিয়ে ছিলেন।

এদিকে বিসিবি জানিয়েছে সাকিব সহযোগিতা চাইলে প্রস্তুত রয়েছে তারা।

Exit mobile version