Site icon Jamuna Television

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা মুরাদনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।

সোমবার দিবাগত রাতে উপজেলার বাংগরা বাজার থানা ব্রাহ্মণ চাপিতলা এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকালে ঘরের ভিতরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে বাংগরা থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ব্রাহ্মণ চাপিতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন ও তার স্ত্রী রোজিনা বেগম।

স্থানীয়রা জানায়, অভাব-অনটনের সংসারে স্বামী-স্ত্রীর মাঝে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। গতকাল রাতের কোন এক সময় ফারুক হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফারুক হোসেন ও রোজিনা বেগম দম্পতির তিনজন কন্যা সন্তান রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version