গোপালগঞ্জে পানিতে ডুবে রিমি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্নি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সে একই এলাকার শুকুর আলীর মেয়ে।
নিহতের পিতা শুকুর আলী জানিয়েছেন, শিশুটিকে দাদির কাছে রেখে তার মা গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে দাদির অগোচরে শিশুটি মাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ডোবা থেকে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মঞ্জুরুল কবীর জানিয়েছেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

