Site icon Jamuna Television

৬ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ তলা থেকে পা পিছলে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারের ৬ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত জুয়েল (২৬), চাঁপাইনবাবগঞ্জের জেলার ছায়েদুল’র ছেলে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারের নির্মাধীণ ১০ তলা ভবনের ৬ তলায় কাজ করতে উঠলে হঠাৎ পা পিছলে নির্মাণ শ্রমিক ৬তলা ভবন থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উপস্থিত অন্যান্য শ্রমিকেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Exit mobile version