Site icon Jamuna Television

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় গৃহবধূ ও তার স্বামীকে নির্যাতন

রাজশাহীর বাগমারায় উত্ত্যক্ত ও কুপ্রস্তাবের প্রতিবাদ করায় এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। বেধড়ক মারধোর করা হয়েছে স্বামীকে।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কাজের সূত্রে প্রায়ই ওই গৃহবধূর স্বামী জেলার বাইরে অবস্থান করেন। তার অনুপস্থিতিতে স্ত্রী দুই সন্তান নিয়ে থাকেন বাড়িতে। এ সুযোগে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী সিরাজ, সেকান্দারসহ আরো কয়েকজন। গেল ২১ অক্টোবর সন্ধ্যায় প্রতিকার চাইতে অভিযুক্ত সেকেন্দারের বাড়ি গেলে শুরু হয় মধ্যযুগীয় নির্যাতন। এতে মারাত্মক জখম হন তারা।

স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের সাথেও অশোভন আচরণ করে অভিযুক্তরা।

এ ঘটনায় আট জনকে আসামি করে মামলা করেন ওই গহবধূ। পরে দুজনকে আটক করা হলেও সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেয়া হয় একজনকে।

Exit mobile version