Site icon Jamuna Television

জ্বালানি খাতে বড় বিনিয়োগে আগ্রহী কাতার: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরণের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার- জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার সকালে বিদ্যুৎ মন্ত্রণালয়ে দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী সাজ সারিদা আল খাবি এর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের এলএনজি নির্ভর পাওয়ার প্লান্টে বিনিয়োগ করতে চায় দোহা।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশের জ্বালানি খাত বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। তাই কাতারসহ অনেক দেশই এই খাতে বিনিয়োগে আগ্রহী।

Exit mobile version