Site icon Jamuna Television

মেননের বক্তব্য অতিরঞ্জিত: ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক

রাশেদ খান মেননের বক্তব্যের ইস্যুতে তাকে ব্যক্তিগতভাবে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ নেই। তার বক্তব্য অতিরঞ্জিত করা হয়েছে বলে দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা। তিনি জানান, ১৪ দলের পরবর্তী বৈঠকে যোগ দেবেন তিনি।

আজ বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি বিষয়ে ব্রিফিংয়ে ফজলে হোসেন বলেন, মেনন তার বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেছেন। দীর্ঘদিনের এক রাজনীতিবীদের একটা শব্দের অতিরিক্ত ব্যবহারে, তাকে বাতিল করা রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।

পার্টি কারো হাতে জিম্মি হবে না জানিয়ে তিনি বলেন, ৬ জন ব্যক্তি দলকে ৬০ এর দশকের বাম রাজনীতিতে নিয়ে যেতে চাইছে, যেটা এখনের সাথে যায় না। তাদের বিরোধীতায় দলের কোন ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version