Site icon Jamuna Television

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ভুল তথ্য দিয়েছেন বিএসএমএমইউ পরিচালক: ড্যাব মহাসচিব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. আবদুস সালাম।

দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার জন্য তার স্বাস্থ্য সম্পর্কে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে।

ড. সালাম বলেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ সরকারের অশুভ ইশারায় খালেদা জিয়ার জামিনে প্রতিবন্ধকতা করতে সত্য গোপন করেছে। বর্তমানে খালেদা জিয়া অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না।

বক্তারা অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে তার স্বাস্থ্যের প্রকৃত তথ্য তুলে ধরতে আহবান জানান।

Exit mobile version