Site icon Jamuna Television

পাপন সাহেব সত্য কথা বলেননি: সাবের

বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সত্য কথা বলেননি বলে মন্তব্য করেছেন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।

আজ বুধবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে এ দাবি করেন তিনি। টুইটের সাথে তিনি ২২ অক্টোবর পাপনের সংবাদ সম্মেলনের একটি ভিডিও সংযুক্ত করেন।

ভিডিওতে পাপন বলছেন, ‘ম্যাচ ফিক্সিং এর খবর খুব শিগগিরই আসবে, চিন্তা কইরেন না ঐগুলা আসতেছে।’

টুইটে সাবের হোসেন বলেন, আমার মনে হয়, বিসিবি সবকিছুই জানতো। পাপন সাহেব বলেছেন- এ নিয়ে তার কোনো ধারণাই ছিল না। কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটি বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে, আইসিসির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উনি।

আরেক টুইটে বিসিবির সাবেক সভাপতি বলেন, হিপোক্রেসি, দ্বিচারিতার সর্বোচ্চ ও নিকৃষ্ট উদাহরণ, বিসিবি আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একইসাথে সংস্থাগত ম্যাচ পাতানোর মূলোৎপাটন না করে এই সিদ্ধান্তের প্রতি একই অবস্থান দেখিয়েছে। ঘরোয়া ক্রিকেটে সেটিকে আরও উৎসাহিত করছে বোর্ড। লজ্জাজনক!

আরেক টুইটে সাবের হোসেন লেখেন- কেউ অপরাধ করলে সুবিচার প্রাপ্য। বিসিবি অন্তত নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারত। কিন্তু পরিতাপের বিষয়- এ ক্ষেত্রে সাকিবের পাশে দাঁড়ায়নি বোর্ড। অযথা মায়াকান্না দেখাচ্ছে।

Exit mobile version