Site icon Jamuna Television

চবির শাটল ট্রেনে মারা গেলো ভর্তি পরীক্ষার্থীর বাবা

স্বপ্ন মেয়ে পড়বে বিশ্ববিদ্যালয়ে। সে স্বপ্ন পূরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মেয়েকে নিয়ে আসেন বাবা মৃণাল দাশ। পরীক্ষা শেষ করে ফেরার পথেই হিটস্ট্রোকে মারা যান তিনি।

জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) ভর্তি পরীক্ষার শেষ করে দুপুর দেড়টার শাটল ট্রেনে করে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন মৃণাল দাশ। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃণাল দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাস গ্রামে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করার পর মেডিকেলে আনার পথে তিনি মারা গেছেন।

Exit mobile version