Site icon Jamuna Television

খালেদা-ইলদিরিম বৈঠক: নির্বাচন নিয়ে কথা হয়েছে

জাতীয় নির্বাচন নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যকার বৈঠকে। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। তুর্কি প্রধানমন্ত্রীর কাছে নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যও তুলে ধরেছেন খালেদা জিয়া।

ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। তুরস্ক মনে করে রোহিঙ্গাদের সসম্মানে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এ বিষয়টির পুরোপুরিভাবে একটি স্থায়ী সমাধান করা প্রয়োজন বলে মনে করে তুরস্ক। এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তুরস্ক যোগাযোগ রক্ষা করছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Exit mobile version