Site icon Jamuna Television

আবারও একসাথে খেলবো: সাকিবকে তামিম

দীর্ঘদিনের সতীর্থ তারা। ভালো বন্ধুও। ক্রিকেট মাঠে জুটি গড়ে বের করে এনেছেন অনেক কঠিন ম্যাচ। স্বাভাবিকভাবেই সাকিবের আকস্মিক নিষেধাজ্ঞায় ব্যথিত তামিম। ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সাকিবকে দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এ সময়ে ফের কোনো অপরাধ করলে শাস্তি বাড়বে।

বুধবার সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ভারত সফর থেকে সরে দাঁড়ানো তামিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ১২ মাস তোমাকে আমাদের পাশে পাবো না, এটা ভাবাও কঠিন। তবে আশা করি, তুমি শক্তভাবে ফিরবে। আগামী বছর এ দিনে আবার একসাথে অনুশীলন করবো, একসাথে খেলবো।

Exit mobile version