Site icon Jamuna Television

হিজাব পরিধান করার কারণে রেস্টুরেন্টে প্রবেশে বাধা

হিজাব পরিধান করার কারণে রেস্টুরেন্টে প্রবেশে বাধা প্রাপ্ত হওয়ায় অপমানিত বোধ করলেন এক মুসলিম নারী।

সোলিহা ইকবাল নামে এক মুসলিম মহিলা সিডনির প্যারাগন হোটেলের বাউন্সারদের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

তিনি বলেন, সিডনির প্যারাগন হেটেলে প্রবেশ করতে গেলে দ্বাররক্ষীরা আমাকে আমার হিজাব খুলে প্রবেশ করতে বলে আমি হিজাব পড়েই প্রবেশ করতে চাওয়ায় তারা আমাকে প্রবেশ করতে দেয়নি।

মিস ইকবাল বলেন, শুক্রবার রাতে তিনি একটি পরিবেশ সচেতনতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তার বন্ধুকে নিয়ে সেখানে ডিনার করতে প্রবেশ করার সময় তাকে বাধা দেয়া হয়। তিনি আরও বলেন তিনি সেখানে কোন ধরনের মদ্যপান করবেন না ও কোন ঝামেলায় জড়াবেন না জেনেও তারা সেখানে তাকে ঢুকতে দেয়া হয়নি।

তবে এই অভিযোগের উত্তরে এখনো কোন প্রতিক্রিয়া দেখায়নি হোটেল কর্তৃপক্ষ।

Exit mobile version