Site icon Jamuna Television

গ্রামীণফোনকে বকেয়া পরিশোধে কোনো সময় দেয়া হবে না, আদেশ ১৪ নভেম্বর

গ্রামীণফোনকে বকেয়া পরিশোধে আর কোনো সময় দেয়া হবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকার বিষয়ে আপিল বিভাগের আদেশ দেয়া হবে ১৪ নভেম্বর। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালত বলেন, এই বিশাল পরিমাণ অর্থের একটি বড় অংশ গ্রামীণফোনকে অবশ্যই দ্রুত পরিশোধ করতে হবে। এর আগে গ্রামীণফোণ বিটিআরসিকে কত টাকা দিতে পারবে তা জানাতে নির্দেশ দেয় আদালত। গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বিটিআরসি’র পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পরে এই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি।

Exit mobile version