Site icon Jamuna Television

টাইব্রেকে আর্সেনালকে হারিয়ে শেষ আটে লিভারপুল

১০ গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকে আর্সেনালকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে লিভারপুল। নির্ধারিত সময়ে দু’দলের লড়াই শেষ হয় ৫-৫ সমতায়। এরপর টাইব্রেকে কপাল পোড়ে আর্সেনালের।

ঘরের মাঠ অ্যানফিল্ডে স্কোড্রান মুস্তাফির আত্মঘাতী গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে লিভারপুল। এরপর টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি গোলে ব্যবধান কমান লিভারপুল মিডফিল্ডার জেমস মিলনার। দ্বিতীয়ার্ধে মিলনারের হাস্যকর ভুলে আবারো পিছিয়ে পড়ে লিভারপুল। তবে ওরিগি ও চেম্বারলিনের গোলে সমতায় ফেরে অলরেডরা। এরপর জো উইলকের দুর্দান্ত গোলে ব্যবধান ৫-৪ করে আর্সেনাল। শেষ মুহূর্তে ওরিগির গোলে ৫-৫ সমতায় ম্যাচ শেষ করে লিভারপুল। এরপর টাইব্রেকে ৫-৪ গোলের জয় পায় তারা।

Exit mobile version