Site icon Jamuna Television

আড়াই মাস পর সাংবাদিক উৎপল দাস উদ্ধার

প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর সাংবাদিক উৎপল দাসকে উদ্ধার করেছে আইনশৃংখলা বাহিনী। আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর বিষয়টি নিশ্চিত করেন উর্ধ্বতন কর্মকতারা। তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধারের পর যমুনা টেলিভিশনকে উৎপল জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন, এবং নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর রায়পুরে তার গ্রামের বাড়িতে যাচ্ছে।

গত ১০ অক্টোবর নিখোঁজ হন পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের এই জ্যেষ্ঠ প্রতিবেদক। এরপর গত ৫ নভেম্বর টাঙ্গাইলের একটি হাসপাতালে পুলিশের পক্ষ থেকে উৎপলের সন্ধান পাওয়া গেছে বলে প্রথমে দাবি করা হলেও পরে জানানো হয়, কে বা কারা পুলিশকে বিভ্রান্ত করেছে।

 

Exit mobile version