Site icon Jamuna Television

পটুয়াখালীতে সাকিব ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
সাকিব আগামী এক বছর মাঠের বাইরে থাকবে তা কিছুতেই মানতে পারছে না সাকিবের ভক্তরা। সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করে।

সমাবেশ সাকিব ভক্তরা দাবি করেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় সাকিব আল হাসানকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত ভাবে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মিছিল সমাবেশ থেকে সাকিব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বৃহৎ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়।

মিছিল ও সমাবেশে জুবিলী স্কুলের বর্তমান ছাত্র ছাড়াও সাবেক ছাত্ররাও অংশগ্রহণ করে।

Exit mobile version