Site icon Jamuna Television

ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়া ১২১ শিশু-কিশোরকে মুক্তির নির্দেশ

ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়া ১২১ শিশু-কিশোরকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১২১ জনের মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের তাৎক্ষণিক এবং ১২ থেকে ১৮ বছর বয়সীদের ছয় মাসের জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়।

দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সকালে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

জানা গেছে, সম্প্রতি র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৯৯ জন শিশু-কিশোর এই ১২১ জনের মধ্যে রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে কিশোর অপরাধী হিসেবে গ্রেফতার করা হয় তাদের। ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগ ছিল ১৮ বছরের কম বয়সীদের।

মূলত, শিশু আইনে বিচার না করায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছে।

Exit mobile version