Site icon Jamuna Television

জুয়াড়ি দীপকের অবস্থান ধরা পড়েছে আকসু’র রাডারে

ভারতের জুয়াড়ি দীপক আগারওয়ালের অবস্থান বিষয়ে নিশ্চিত হয়েছে আইসিসি। তিনি এখন নজরদারিতে আছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

জুয়াড়ি আগারওয়ালের প্রস্তাবে সাড়া দেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তার দেয়া প্রস্তাব আইসিসির কাছে গোপন রাখার দায়ে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগারওয়াল বর্তমানে দুবাইতে একটি ক্রিকেট একাডেমি পরিচালনা করছে। নিজেকে প্রস্তাবিত একটি টি-টোয়েন্টি লীগের প্রমোটার হিসেবে পরিচয় দেন দীপক।

সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস আরো জানায়, আমরা এতটুকু নিশ্চিত যে, জুয়ার সিন্ডিকেটের সে একজন সদস্য মাত্র। তার উপরে আরো অনেকে কাজ করছেন। আগারওয়ালের কাজ হচ্ছে কেবল খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক করে তাদের থেকে বিভিন্ন ম্যাচের তথ্য সংগ্রহ করা।

Exit mobile version