Site icon Jamuna Television

ঢাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পেলেন আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই নিয়োগ দেয়া হয়।

এর আগে উচ্চ পর্যায়ের এক সিলেকশন কমিটি তাকে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগের সুপারিশ করে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমান আগামী এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর দায়িত্ব পালন করবেন।

Exit mobile version