Site icon Jamuna Television

ইসরায়েলি ড্রোন লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ হিজবুল্লাহর

লেবাবনের আকাশে প্রবেশের পর ইসরাইলি একটি ড্রোন লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি ও লেবাননি সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার সংবাদ লেবাননি আল-মায়াদিন টিভি প্রচার করার পর ইসরাইলি বাহিনীর সামরিক মুখপাত্র এক টুইটবার্তায় এমন দাবি করেন।

Exit mobile version