Site icon Jamuna Television

বাচ্চুর অস্বাভাবিক লেনদেন তদন্তে কর্মকর্তা নিয়োগ

বেসিক ব্যাংকের বির্তকিত সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অস্বাভাবিক লেনদেন তদন্তে কর্মকর্তা নিয়ে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংস্থাটির উপপরিচালক শামসুল আলম এই তদন্ত করবেন।

ইডেন ফিশারিজ নামে ভূয়া প্রতিষ্ঠান খুলে অস্বাভাবিক ব্যাংক লেনদেনের সংবাদটি তুলে ধরে যমুনা টেলিভিশন। মতিঝিলের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কয়েক মাসে ৩০ কোটি টাকার বেশি লেনদেন করেছিলেন আব্দুল হাই বাচ্চু। যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সংবাদটি আমলে নিয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। বির্তকিত চেয়ারম্যান বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের নামে ভূয়া প্রতিষ্ঠানের মাধ্যমে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান হতে পারে বলে জানিয়েছে দুদক। একই সাথে বেসিক ব্যাংকে ঋণ লোপাটের মাধ্যমে বাচ্চুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখবে সংস্থাটি।

Exit mobile version