Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ ৭

দক্ষিণ কোরিয়ার সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ ৭ আরোহীর সবাই। তাদের অনুসন্ধানে চলছে তল্লাশি।

শুক্রবার দেশটির ফায়ার সার্ভিস জানায়, ডকদো দ্বীপের বিমানবন্দর থেকে গভীর রাতে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে মূল ভূখণ্ডের দিকে আসছিলো তাদের একটি হেলিকপ্টার। কিন্তু, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সাথে যানটির সংযোগ বিচ্ছিন্ন হয়। দেশটির কোস্ট গার্ড এবং উদ্ধারকর্মীরা এলাকাটিতে অনুসন্ধান চালাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও পাঠানো হয়েছে সাহায্যকারী বিমান, নৌযান এবং ডুবুরী দল। ডকদো দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে কোন্দল।

Exit mobile version