Site icon Jamuna Television

রংপুরে কাল নির্বাচন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ কাল। মধ্যরাতেই শেষ হয়েছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা।

এরইমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রিটার্নিং কর্মকর্তা। জেলা নির্বাচনী কার্যালয় থেকে অমোচনীয় কালি, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি নগরীর নির্বাচনী অফিসে পাঠানো হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন ৪৪ জন ম্যাজিস্ট্রেট। মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি আর আনসার সদস্য।

রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার প্রায় ৪ লাখ। আগামীকালের নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ৩৩ টি সাধারণ ও ১১ টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইশ ৭৬ জন কাউন্সিলর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version