Site icon Jamuna Television

জুয়াড়িদের সম্পদের তথ্য জানতে চেয়ে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চিঠি: দুদক

জুয়াড়িদের সম্পদ পাচারের তথ্য জানতে চেয়ে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে একথা বলেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি জানান, সম্পদ পাচারের তথ্য জানতে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সরকার এবং দুর্নীতিবিরোধী সংস্থার কাছে তথ্য চেয়েছে কমিশন। জাতিসংঘ চুক্তি অনুযায়ী সেসব দেশ তথ্য দিতে বাধ্য থাকবে বলেও জানান তিনি। এছাড়া জুয়াড়িদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে সংস্থার নিজস্ব গোয়েন্দা বাহিনীও।

Exit mobile version