Site icon Jamuna Television

রাজধানীতে বাসা থেকে ২ নারীর লাশ উদ্ধার

রাজধানী ধানমণ্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকাল ৪টার পর ধানমণ্ডি-২৮ এর ২১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৭টা ৪৫ মিনিটে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন শিল্পপতি মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার গৃহকর্মীর নাম দিতি (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার এসআই এনামুল হক। তিনি বলেন, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকাল ৪টার পর দুর্বৃত্তরা ওই দুই নারীকে চাকু দিয়ে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Exit mobile version