Site icon Jamuna Television

রাজধানীর ধানমন্ডিতে বাড়ি মালিক ও কাজের মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির এক ভবন থেকে বাড়ি মালিক আফরোজা বেগম মনি ও কাজের মেয়ে দিতির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আফরোজা বেগম,শিল্পপতি মনির উদ্দিন তারিমের শাশুড়ি।

শুক্রবার বিকেলে ধানমন্ডির ২৮ রোডের ২১ ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের ফোন পেয়ে ওই বাসায় যান তারা। পরে, দরজা ভেঙে দুই রুম থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানান, দুপুরে একজন নতুন গৃহকর্মী বাসায় এসেছিলো নিয়োগের ব্যাপারে কথা বলতে।

পুলিশের ধারণা, তাকে ধরতে পারলে জানা যাবে ঘটনার আসল রহস্য। তবে, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। পরে পুলিশ মনিরের দেহরক্ষী বাচ্চুকেও আটক করে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম ইউনিট।

Exit mobile version