Site icon Jamuna Television

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যা, খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়িতে সাভার বন বিহারে ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত মহতী পূণ্যানুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার আত্মীয়রা তার সাথে দেখা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বেগম খালেদা জিয়া এখন সুস্থ রয়েছেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাভার বন বিহার আন্তর্জাতিক বৌদ্ধ আশ্রম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version