Site icon Jamuna Television

অনুপ্রবেশকারীদের তালিকা চূড়ান্ত, কঠোর অবস্থানে আওয়ামী লীগ

২১-তম জাতীয় সম্মেলন ঘিরে অনুপ্রবেশকারী ঠেকাতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ ও বিভিন্ন সংস্থার জরিপের ভিত্তিতে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি হয়েছে।

এই তালিকায় যাদের নাম আছে তারা জাতীয় সম্মেলনের আগে তৃণমূলের যে সকল সম্মেলন অনুষ্ঠিত হবে তাতে যেন পদ না পান সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের সভা-সমাবেশসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তালিকাটি শুক্রবার আওয়ামী যুগ্ম সম্পাদকদের দেয়া হয়েছে। পরবর্তীতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মারফত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এরমধ্যে বরিশাল জেলায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের পূর্ণাঙ্গ তালিকা যমুনা নিউজের হাতে এসেছে।

এই লিংকে ক্লিক করে বরিশাল জেলায় আ’লীগে অনুপ্রবেশকারীদের তালিকা দেখুন

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি হয়েছে এই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version