Site icon Jamuna Television

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার আগুন

ভয়াবহ তীব্রতায় ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল। উত্তর ক্যালিফোর্নিয়ার পর এবার আগুন ছড়িয়েছে দক্ষিণাঞ্চলেও।

আগুনের লেলিহান শিখায় পুড়ছে স্যান্টা অ্যানা ও মারিয়া। মারিয়া দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই ৯ হাজার একর এলাকা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে, এক ঘণ্টায় সাড়ে ৭শ’ একর এলাকায় ছড়িয়েছে দাবানল। নিয়ন্ত্রণহীন আগুনের কারণে ঝুঁকিতে প্রায় আড়াই হাজার ঘরবাড়ি, স্থাপনা। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। তাই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। লস অ্যাঞ্জেলসের পাহাড়ি এলাকা থেকেও সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের।

Exit mobile version