Site icon Jamuna Television

যুক্তরাজ্যে লরিতে পাওয়া সেই ৩৯ মরদেহের সবাই ভিয়াতনামের নাগরিক

যুক্তরাজ্যের এসেক্সে লরির ভেতর পাওয়া ৩৯ মরদেহের সবাই ভিয়েতনামের নাগরিক। শুক্রবার এ তথ্য জানিয়েছে এসেক্স পুলিশ।

পুলিশ জানায়, বেশ কিছু ভিয়েতনামি পরিবার নিখোঁজ স্বজনের সন্ধানে যোগাযোগ করেছে তাদের সাথে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ শনাক্তে ডাকা হবে তাদের। ভিয়েতনাম সরকারের সাথে নিয়মিত যোগাযোগ চলছে বলেও জানায় এসেক্স পুলিশ।

গত ২২ অক্টোবর টেমস নদীর পাড়ে পার্ক করা একটি লরিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৩৯ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা নিহতরা সবাই অভিবাসনপ্রত্যাশী।

কনটেইনারে লুকিয়ে ব্রিটেনে ঢোকার চেষ্টা করছিলেন তারা। এর আগে প্রাথমিক তদন্ত শেষে নিহতরা চীনা নাগরিক বলে ধারণা করেছিল ব্রিটেন। এ ঘটনায় লরির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version