Site icon Jamuna Television

অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ: মির্জা ফখরুল

জিয়া পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার, এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে উকিল নোটিশের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ এনেছেন- তা সাজানো বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষমূলক। খালেদা জিয়ার সুনাম নষ্টে, পরিকল্পিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত নোটিশে প্রধানমন্ত্রীকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে, নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে তা গণমাধ্যমে প্রচার করতে বলা হয়। অন্যথায় মানহানির অভিযোগে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version