Site icon Jamuna Television

‘অনুপ্রবেশকারী’র সংজ্ঞা দিলেন ওবায়দুল কাদের

সম্প্রতি আওয়ামী লীগ দলের মধ্যে অনুপ্রবেশকারী নিয়ে বেশ শক্ত অবস্থান নিয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনা অনুপ্রবেশকারীদের নিয়ে কঠোর অবস্থানের কথা জানান। তাদের দল থেকে বাদ দেয়া হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মূলত এরপর থেকেই এ ইস্যুতে সরব আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী।

সূত্র জানায়, ইতোমধ্যে অনুপ্রবেশকারীদের একটি তালিকাও তৈরি করা হয়েছে।

আজ নারায়ণগঞ্জে বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়। তাদের আমরা স্বাগত জানাই। সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমিদস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ, এরাই অনুপ্রবেশকারী।

Exit mobile version