Site icon Jamuna Television

শাহরুখের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন শাকিব

বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন নায়ক শাকিব খান।

জানা গেছে, তৃতীয়বারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লিগ। সেই উপলক্ষে হবে জমকালো এক অনুষ্ঠান।

আর এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব পেয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইমেন্ট।

সেখানে পারফর্ম করবেন পাকিস্তানের আতিফ আসলাম, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা।

একমাত্র বাংলাদেশি হিসেবে রেড চিলির আমন্ত্রণ পেলেন শাকিব খান।

শাকিব বলেন, ‘রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে আমার সঙ্গে বৈঠক করেছেন। তাদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেব। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করার কথা রয়েছে।’

১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিব। ১৪ নভেম্বর অনুষ্ঠান। দুই দিন পরই দেশে ফিরবেন।

Exit mobile version