Site icon Jamuna Television

বাপ্পা-তানিয়ার ঘরে আসছে নতুন অতিথি

গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ে খবর দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল তানিয়া হোসাইন। এবার নতুন অতিথি আগমনের খবর দিলেন তারা। এ উপলক্ষ্যে গত শুক্রবার আয়োজন করা হয় ‘সাধ’ অনুষ্ঠান। এতে তাদের শুভকামনা জানাতে উপস্থিত হন আত্মীয়-স্বজন, কাছের বন্ধু ও সহকর্মীরা।

ঘটা করেই এ দম্পতি জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যাসন্তান।

এ প্রসঙ্গে গণমাধ্যমে বাপ্পা মজুমদার বলেন, ঘরোয়াভাবে তানিয়া ও আমার শাশুড়ি সাধ আয়োজন করেছিলেন। আমরা সবার কাছে দোয়া নিয়েছি। আশা করছি, ডিসেম্বরে সবাইকে সুখবর দিতে পারবো।

আর উচ্ছ্বসিত তানিয়া জানান, এটা অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। পরিবারের সবাই এখন তার জন্য অপেক্ষা করছে।

আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী কণা, এলিটা, কোনাল, অভিনেত্রী নাবিলাসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

Exit mobile version